প্রেম আর অপ্রেমের দ্বন্দ্বে অন্ধ মন
সাদা ছড়ির মাথায় বেঁধে রাখি সুখের ঠিকানা...


তুমি ছলনা লুকাও স্বার্থান্ধ ললনা, পলাশের লালে
বেকুব বিশ্বাস রঙিন ফাগুন মনে করে
ইচ্ছার উচ্ছ্বাসে হাত দেয় তুষের আগুনে...


জলের ছোঁয়ায় মনের বাগানে নিশিপদ্ম
ফুটানোর নিষ্ফল প্রচেষ্টা
ভরা নদী মরে যায় মোহনায় বালুচরে;
কাশের কাফনে ঢেকে করে হাহাকার,
ভেস্তে যায় প্রাপ্তির সাধনা; পড়ে থাকে
বিজন মাটির ঘর। অতঃপর-


নষ্ট জলের ডোবায় ডুবে খুঁজি নিরন্তর
কষ্ট ভুলে থাকার নিভৃত আলয়...
২৮-১০-২০১৯