নষ্ট রাজনীতির ভ্রষ্ট তাড়নায় ক্ষয়ে যাচ্ছে
বিবেকের শরীর; কেবল ভাঙনের শব্দ
ধ্বংসের প্রবণতা মননে-মগজে।
বিবেকের শরীর থেকে
ঝরছে বেদনার
নির্যাস।
দুচোখে
কেবল অন্ধকার;
অন্তরে উদ্বেগের দীর্ঘশ্বাস;
স্বপ্নভঙ্গের আহাজারিতে ভারী বাতাস।
ক্ষমতার মোহাবিষ্ট অসুরের পদতলে জমে
লোভের কাফনে মোড়ানো বিবেকের চেতনাহীন লাশ।
১৯-১১-২০১৮


[ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছি। মিস করবো কবি বন্ধুদের, মিস করবো তাদের মনোমুগ্ধকর কবিতা। সবার কাছে দোয়া চাই।]