বিজয় তোমাকে পেয়েছি কত মায়ের
কপালে সিঁদুরের চিহ্ন মুছে
শকুনের ক্লেদ জমা করে কত বোনের বিনগ্ন বুকে
বিজয় তোমাকে পেয়েছি আমার লক্ষ ভাইয়ের রক্তে।


বিজয় তুমি অক্ষরে অক্ষরে অক্ষয় হও
শব্দে শব্দে জীবনে যৌবনে অবিনশ্বর কবিতা হও
বিজয় তুমি পদ্মফুটা বধ্যভূমিতে
পিছমোড়া বাঁধা হাত শহিদের আধখোলা চোখ হও
বিজয়স্তম্ভে বিনম্র শ্রদ্ধার ফুলের তোড়া হও
বাঙালির বিশ্বজয়ের ভরসা হও।


বিজয় তুমি বঙ্গবন্ধুর তর্জনি হও
"জয় বাংলা" স্লোগানে স্লোগানে হও চেতনাবারুদ
বিজয় তুমি শিখা অনির্বাণের লকলকে আগুনের শিখা হও
তোমাতে মরুক পুড়ে ভবিষ্যতের দেশদ্রোহী
রাজাকার, পিশাচ, নমরুদ।
১১-১২-২০১৯