মায়াহরিণীর মৃগনাভীর মতো মোহনীয়
একটা ঘ্রাণ; একটু পর পর সুরসুরি দিচ্ছে
চেতনার কোষে।
কল্পনার দরজায় কড়া নাড়ে সম্মোহনী
রূপের অষ্টাদশী যুবতি।
মনের জানালায় উঁকি দেয় রূপালী চাঁদ।
স্মৃতির মুকুরে ভেসে ওঠে চাঁদের বাটিতে
জোছনা পানের দৃশ্য।


হৃদয়ের আঙ্গিনায় রোপিত কামিনীর গোড়ায়
জল ঢেলে পঁচিশ বসন্তেও পারিনি ফোটাতে
একটি সুগন্ধী কামিনী।
জীবনের ঘোর অন্ধকার অমাবশ্যার রাত কেটে
যেই পূর্ণিমা রাতে এসেছে, বইতে শুরু করেছে
জোছনার প্লাবন; ঠিক তখন, হৃদয়ের কাছে
আবিষ্কার করলাম বুক পকেটে বসে আছে
কাঙ্ক্ষিত কামিনী।


মরা নদীর স্রোত কি ভরা নদীর মতো পায়
সাগরের সন্ধান...
১০-৪-২০১৮