[১ বছর ৯ মাস বাংলা কবিতার আসরে। আজ ৪০০তম কবিতার প্রকাশ। আসরের বন্ধুদের প্রেরণায় এতদূর হাঁটা। কৃতজ্ঞতা কবি বন্ধুদের যারা নিয়মিত প্রেরণা, সাহস, উৎসাহ দিয়ে পথ চলতে সাহায্য করছেন।]



বুলবুলি রে খালা
একটা বরই ফালা
তোর ঘরেতে মেয়ে হলে
আমি দিবো মালা।


লাল টুকটুকে বরই দেখে
জমছে জিভে জল
আমায় দিলে তোর পায়েতে
পরিয়ে দেবো মল।


গাছে পাকা বরইগুলি
একলা কি তুই খাবি
প্রকৃতির ওই পাকা ফলে
আছে সবার দাবী।


তুই নিলে তো মালিক তোকে
কয় না কিছু মোটে
আমি নিলে মারতে আসে
ভীষণ রাগের চোটে।


তোর তো আছে স্বাধীনতা
ঊড়ে ঊড়ে খাস
তোর মতো নই স্বাধীন আমি
ঝুপড়ি ঘরে বাস।


ইচ্ছে করে তোর মতো মোর
থাকতো যদি পাখা
মনের সুখে যেতাম আমি
এ শাখা ও শাখা।


থাকতাম না আর অনাদরে
পথশিশু নামে
মিটতো ক্ষুধা পেতাম সুধা
সুন্দর ধরাধামে।


বুলবুলি রে খালা
প্লিজ, একটা বরই ফালা
ধূলিমাখা বরই খেয়ে
মিটাই ক্ষুধার জ্বালা।
৮-৫-২০১৮