আমি ডাকি তুমি এখন যাচ্ছো ফিরে
আমার কথা শোনছো না
তুমি যখন ডাকবে তখন আমি তো আর
এ জগতে থাকবো না।


জানবে যেদিন আমার ব্যথা মরার কথা
লোকের মুখে খবরে
লাভ কি হবে মরার পরে কান্না করে
অশ্রু ফেলে কবরে!


নষ্ট হাতে শরৎ প্রাতে নাইবা ছুঁইলাম
বিশুদ্ধ ফুল
খুব যতনে থাকনা পড়ে অন্য ঘরে
শিউলি বকুল।


আমি না হয় মরেই গেলাম নাইবা পেলাম
রক্ত পলাশ
মেনে নিলাম নিয়তিকে তোমার দেয়া
সব উপহাস।


বুঝে নিও তোমার জন্য আমিও ছিলাম
কী যে আকুল।
জেনো শুধু আমি যে এক কপাল পোড়া
ছিন্ন মুকুল!
২৬-১০-২০১৮