ম ম জামান


তোমার কথা ভেবে ভেবে প্রাণের সুনন্দিতা
বসে থাকি একা পথের ধারে
আসতে তুমি হাসতে হাসতে এই শহরের
চেনা যে পথ ধরে।


আশায় আশায় ফুরিয়ে যায় দিন, ফুরায় না পথ চাওয়া
চোখের পাতায় ঘুম জড়িয়ে আসে
প্রতীক্ষার আর হয় না অবসান
তোমার স্মৃতি দুচোখ জুড়ে ভাসে।


মেঘের ভেলায় চড়ে তুমি কোন সুদূরে ধাও
উদাস দুপুর সব কেড়ে নেয় হৃদয় শূন্য করে
শীতল পরশ দাও বুলিয়ে গায়
প্রশান্তির ওই বৃষ্টি হয়ে ঝরে।


তৃষ্ণা আমার দাও মিটিয়ে ক্লান্তি করো দূর
আর পারি না চলতে আমি ব্যথার পাহাড় বয়ে
হোক অবসান আমার এ পথ চাওয়া
এসো তুমি এ অন্তরে দ্বাদশীর চাঁদ হয়ে।
১০-৫-২০১৯