[প্রিয় কবি আব্দুল কাদেরের কবিতায় মন্তব্য থেকে সৃষ্ট কবিতা সেই কবিকেই নিবেদন করলাম।]


সুখ সুখ করিয়া তুমি
কেঁদো নাতো আর
সুখের পিছে ছুটলে বাড়বে
দুঃখের করুণ ভার।


দুঃখ আছে বলেই তুমি
সুখের মূল্য বুঝ
সুখ তো আছে মনের ভিতর
সেখানটাতেই খোঁজো।


দুঃখনিশি কেটে তোমার
আসুক সুখের দিন
সুখ পরশে যাক না থেমে
দুঃখের করুণ বীণ।


প্রভাত রবির আলোয় জীবন
হয়ে যাক রঙিন।
ডাকছে দেখো হাতছানিতে
ওই- সোনালী দিন।
২৭-৬-২০১৮