তোমরা মাখো শরীরে আবীর, আমি মাখি ধুলা
তোমাতে আমাতে নেই কোনো ব্যবধান উৎসবে
প্রচেষ্টা তো মেকি আয়োজনে কষ্ট ভোলা।


তোমাদের জন্য থাকুক এ হোলি, রাজভোগ
আর সমস্ত আনন্দ আয়োজনসহ পলাশ ঠোঁটের রঙিন ফাগুন;
আমার জন্য না থাকুক কোনো রঙ, থাকে যেন
সানকিতে সাদা ভাত আর তার পাশে এক চিমটি নুন।
২২-৩-২০১৯