গোলাপের যৌবন ধরে রাখতে না পেরে
মৃত্যু জেনেও গোলাপ নিঃশঙ্কোচে ফোটে
দীর্ঘশ্বাসে পোড়ার ভয় জেনেও আবেগী
মানুষ নির্ভয়ে চুম্বন আঁকে ঠোঁটে।


কখনও কখনও মানুষ উড়ন্ত উইপোকা হয়
কামনার বশে
মাটির ভেতর খাঁটি অন্ধকারে নিজেকে দহনের আগুন চষে!
আদিম পিপাসা মেটানোর এ চাষাবাদের ফলে
পৃথিবীও ভরে গেলো আগুনমুখো মানুষের জঙ্গলে!
১৭-০৩-২০২০