পাকা ধানের শীষের মতো নুয়ে পড়া হেমন্ত সন্ধ্যায়
দিগন্তসীমায় নুয়ে পড়ে সূর্য
পরক্ষণে সর্ষের পরাগ মাখা মক্ষিকার চোখে তাকায় রূপালি চাঁদ
চাঁদের আলোয় আলোকিত মায়াবী সন্ধ্যায়
নীড়ে ফিরে পাখি, পতঙ্গ, শ্রমবেচা সমস্ত মানুষ
ফিরে না কেবল বাড়ি একজন অবলা নারী।


কতক কামুক কুলাঙ্গার তুলে নিয়ে তাকে
উপর্যুপরী ধর্ষণ করতে করতে মেরে ফেলে
মরে যাওয়ার পর আবার ধর্ষণ করে
জরায়ুতে বর্ষণ করা কামের আলামত
পেট্রোলে পুড়িয়ে বানায় বারবিকিউ।


লজ্জায় পালকে মুখ লুকায় মাংসাশী শকুন
সৈকতে নির্বাক শুয়ে থাকা ঝিনুকের বিজীর্ণ খোলসে
ঢুকে পড়ে মৃতপ্রায় মানবতা, অসুর আতঙ্কে
সীনাহীন সুখের জীবন হঠাৎ কেমন হয়ে ওঠে
দোর্দন্ড দুঃখের শিল্প!
১১-১২-২০১৯