মানুষকে বলতে শুনি, “জন্মেছি বড় দুঃসময়ে।
নৈতিকতাহীন পাপাচারে ভরে গেছে দেশ।
মড়ক, মারী, মন্বন্তরের মতো
নরহত্যা, ধর্ষণ সর্বত্র
ভয়াল চোখে
তাকায়।”
অবক্ষয়ে
ডুবে থেকে
বিভ্রান্ত অনুভবে নিমজ্জিত
পঙ্কিলতার স্রোতে ভেসে মানুষই
অক্ষম সময়ের সাহসী চালক হতে।
দোষ; না সময়ের, না মানুষের জন্মের।
৭-৪-২০১৮