যখন আমি ডিপ্রেশনে, আগুন দুপুর, গলছে মগজ
শব্দরা আর দেয় না ধরা, প্রখর খরা, ছন্দ তালে
শোভন কথার বাগানবিলাস, আর ফোটে না
বৃষ্টি আমি চেয়েছিলাম দুহাত পেতে শীতল হতে,
সবুজ হতে, শিশির ভেজা ঘাসের মতো, আর হলো না
কারণ ছাড়াই শ্রাবণ বিকেল উড়ে গেলো দূর নীলিমায়...


তখন আমি বুঝতে পেলাম, কেউ কারো নয় এ জগতে
সবাই কেবল স্বার্থ খুঁজে, পা ফেলে না হিসাব ছাড়া
লাভের হিসাব কড়ায়গণ্ডায় মিলে গেলেই বন্ধু সবাই
রাতের কোলে নির্জনতায়, কাকের মতো আঁধার এলে
একলা হলেই বুঝতে পারি চাঁদের মতো সত্য এসে সামনে দাঁড়ায়...


আর পারি না, আর পারি না বইতে ব্যথা, তবু আমি-
হাল ছাড়ি না, দেখে যেতে শেষটা তারও রাতের আঁধার
যতই গাঢ়, রাতের শেষে ফুটবে জানি ভোরের আলো
চিতায় রাখা চন্দনের এক শুকনো শাখা যায় বলে যায়-
চোখের জলে নিরব ভাষায়, দহন দিনে সহন ছাড়া নাই তো উপায়


অবহেলা সয় না এখন, অনেক বেশি ভালোবেসে
ভীষণরকম ভুল করেছি যেই বুঝেছি, ঘুম তাড়িয়ে
রাত বিছানার সুখ হারিয়ে, ব্যথার কেতুর জট ছাড়াতে
চোখের গরম লোনা জলের ঝাপটা দিয়ে চোখ ধুয়েছি
আমি এখন অল্প কথায় গল্প সাজাই, আমি এখন-
তারা দেখি, আকাশ দেখি, বৃষ্টি এখন আরাধ্য নয়
দৃষ্টি এখন কোটি বর্ষ দূরের কোনো আলোকরেখায়
অধিক আশায়, মরে গেলে আত্মারা সব যেখানে যায়
অধিক আশায়, মরে গেলে আত্মারা সব যেখানে যায়...
অধিক আশায়, মরে গেলে আত্মারা সব যেখানে যায়...
০৪-০৮-২০২২