ভাঙা হাটে যায় কি পাওয়া প্রত্যাশার ধন?
আমার ব্যথা বুঝবে এমন কোথায় সুজন!


ধূসর বিকেল ফিরছে কুলায় বকের সারি
আমার চোখে ঘর বেঁধেছে ঘোর আঁধারি!


স্বার্থপরের এই দুনিয়ায় ব্যস্ত সবাই নিজের কাজে
নেই শোনার কেউ বুকের ভেতর ব্যথার বেণু যতই বাজে!


আমায় ছাড়া বাঁচবে না যে বলেছিলো-
এখন দেখি দিব্যি আছে
কান্না ঢাকার মন্ত্র আমিও শিখে গেছি নদীর কাছে!


নদীর মতো এখন আমি একাই চলি একাই বলি
দুঃখবীজের বৃক্ষ হতে ফুটাই সুখের সতেজ কলি।


এখন আমায় দেয় না কামড় দুঃখগুলি
ফুলের পরাগ গায়ে মেখে মধুর সুরে প্রতি ভোরে
সংগীত শোনায় পুষ্পকলি আর বুলবুলি!
২৯-১১-২০১৯