(আমার নিজস্ব কাঠামো একুশ শব্দের আবর্তন)


নৈকট্য দিয়েছে মননে মজ্জায় দহনের ঘ্রাণ
দূরত্বে এখন ক্ষয়ে যাচ্ছে চুম্বনের দাগ
রাত্রির নিগূঢ় অন্ধকারে মিশে যাচ্ছে
আয়ু-অমরতা-অন্তহীন অনুরাগ!


এখনো ডাকে ইলিশরঙা রাতের জোছনা
এখনো ডাকে উজ্জ্বল ভোর
এখনো ডাকে সন্ধ্যার নদী, সুরভি বিকেল,
উপুর হয়ে উত্তাপ ঢালা রোদেলা দুপুর।


এখনো তুমুল করে আকর্ষণ
মাধবীর সুবাসিত স্তন
রক্তে দহনের ঘ্রাণ, জ্বলে ওঠা তেজস্ক্রিয় ক্ষণ।
বুকে বয় নিরবধি অদ্ভুত এক সুখের প্রস্রবণ।


এখনো তোমার ছায়ার গভীরে ডুবি শব্দহীন;
পান করি জুঁইগন্ধী জানুকি যৌবন।
আরণ্যক অন্ধকারে শীৎকারের শব্দে এখনো
প্রসক্তিতে দোলে মহুয়া মাতাল মন।
০২-০২-২০২১