দক্ষিণ দুয়ার দিয়েছি খুলে উত্তর দুয়ার বন্ধ
তুমি এসে বসিও দাওয়ায় যেখানে বেলির সুগন্ধ।
তোমার জন্য রেখেছি গেঁথে লাল পলাশের ডালা
এসো কিন্তু মিটাতে বন্ধু দীর্ঘ বিরহের জ্বালা!
খোপায় দেবো রক্তজবা, গলায় মাধবি মালা
তোমার জন্য সাজায়ে রেখেছি পান-সুপারির থালা।
পান খেয়ে ঠোঁট লাল করে যেই হাসবে মধুর হাসি
বুকে জড়িয়ে বলবো তোমায় কত যে ভালোবাসি!
এসো কিন্তু এবারের বৈশাখে দিও না আমায় ফাঁকি
তোমার জন্য জমিয়ে রেখেছি স্মৃতির জোনাকি।
চুমুতে চুমুতে ভরে দেবো চোখে কত যে রঙিন আলো
এসেই দেখো এতদিন ধরে কতটা বেসেছি ভালো!


১৬-০৪-২০২০