সময় এ জগতে সবচেয়ে নিষ্ঠুর
একবার গেলে আর ফিরে আসে না
ভাঙা বাঁশিতে ওঠে না অর্ফিয়াসের মধুর সুর...


চিৎকারে খুঁজো না শীৎকারের সুখ
শিশিরের শব্দ ক্ষণস্থায়ী
কচুপাতার জলে যায় না দেখা মুখ...


জোছনা দেখতে হলে জানালা খোলা রাখতে হয়
বন্ধ ডাকঘরে ওড়ে না নীলখাম চিঠি
জীবনটাই তো সুখে থাকার অভিনয়...


বার বার দ্বারে এসে ফিরে যায় ফাগুন
অভিমানে ছোঁয়া হয় না একবারও তাকে
মরা পাতার ইন্ধনে বড় হতে থাকে হৃদয়ের আগুন...


কষ্টের আগুনে নষ্ট জীবন অযথা পুড়ে হয় ছাই
হৃদয় তো হামেশাই জ্বলন্ত উনুন; এসো সময় নষ্ট না
করে কষ্টগুলো হৃদয়ের উনুনে পোড়াই...
৩০-৯-২০১৯