বিস্ময়ে বিমূঢ় কৃষকের আজ কপালে পড়েছে ভাঁজ
নবীন নিসর্গ বাজালো নিপুণ হেমন্ত এস্রাজ!
কৃষাণীর কানে ধানের ঝুমকা ঝুমুরঝুমুর বাজে
সরিষা ফুলের শাড়িতে সেজেছে হলুদ মুনিয়া সাজে।
এমন মোহন রূপের সাগরে প্রজাপতিমন ডুবে
মজেছে সারা গাঁ মহুয়া মাতাল হেমন্ত উৎসবে।
পথে যেতে যেতে পিঁপড়েদেরও তৃপ্তি ঠোঁটে ঠোঁটে
অলিন্দ নিলয়ে সৌরভ ছড়িয়ে কামনার পুষ্প ফোটে।
শেফালি অধরে রোদের পরাগ হরিদ্রা হিল্লোল তোলে
শিশিরচুম্বনে লাউফুল তার লাজুক ঘোমটা খোলে।
দুধকুয়াশার চাদর বিছায় ফসলের সরোবরে
হেমন্তের দিন অনন্ত রঙিন বাংলার প্রতিটি ঘরে।
০২-১২-২০২৩