অভিমানে গেলে চলে
বারোটি বসন্ত অবহেলায় হলো পার
প্রেমের উত্তাপে পুড়ছে হৃদয়
বিরহ দহনে দেহ হলো যে অঙ্গার।


বিহঙ্গের শিসে ভাসে বিষন্নতার সুর
নিশির শিশির করে হাহাকার
আয়না রে হতভাগী প্রাণেরও কাছে
বুক খোলে দেখি – দেখাই
কষ্ট যে বেশি কার।


আয় কাছে –
পাথরে পাথর ঘষে জ্বালাই আগুন
সব পুড়ে করে দেই ছারখার;
কতকাল আর বয়ে বেড়াবো পাহাড় –
দুঃসহ যাতনার!


আয় অভিমান ভুলে –
অধরে অধর ঘষে বাড়াই হৃদয়ের উত্তাপ
তোর মোহিনী শরীর থেকে নেই রিরংসার ঘ্রাণ
মৃত বৃক্ষ পাক ফিরে প্রাণ
ভুলে যাই অতীতের ভুল
আয় কাছে ভুলে মনস্তাপ।


আয় ভিজি – ভিজাই পরস্পরে
কামনার শীতল জলে
দুঃখের জমাট বরফ জল হয়ে যাক
দুটি হৃদয়ের উষ্ণতায় গলে।


(২৩-৮-২০১৮)