যখন সমস্ত আয়োজন শেষ হয়ে যায়,
শেষ হয়ে যায় জীবনের প্রয়োজন
দুচোখের তারায় যখন ধূসর সন্ধ্যা নামে
মুছে যায় গাঙচিল ডানা থেকে
রোদের মাতাল গন্ধ; যখন বিপ্লুত
হৃদয়ের তীর ভাঙে সমুদ্র সফেন ঢেউ
তখন অনেক চেনা মানুষও হয়ে যায়
অচেনা অপর। একান্ত কাছের মানুষও
দূরে চলে যায় অবলীলায়
ভেঙে সকল বন্ধন প্রীতি;
জমে থাকে কিছু কথা, কিছু স্বপ্ন
বুকের গহীনে; আর থাকে বিষন্ন সময়ে
কষ্ট ভেজা নৃতাত্ত্বিক নগরের ক্ষয়ে
যাওয়া ইটের ফাঁকে কিছু দুর্বিসহ স্মৃতি।
পা না ভিজিয়ে সমুদ্র পাড়ি দেয়া গেলেও
চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেয়া
সত্যি ভীষণ দুষ্কর!
৯-৩-২০১৯