দুই পাহাড়ের মধ্যখানে
বয়ে চলা নদী নিরবধি
জল  ঢালে কলকল
ঘন স্বচ্ছ মিষ্টি জল।
আমি ডুবি ভাসি
সাঁতার কাটি সে জলে।
কখনও কখনও ঢেলে দিই
সংক্ষিপ্ত স্বাপ্নিক সময়ের
উত্তেজনাকর উদ্বৃত্ত তরল।
জলের মানচিত্রে খুঁজি
আরাধ্য সে আবাসের
প্রাগৈতিহাসিক নিদর্শন।
এই একটি নদীই কেবল
অনর্গল কথা বলে। তাই তাকে
অনাদিকাল বাঁচার মানসে
বড় বেশি প্রয়োজন।
আর সব নদী প্রেম করতে জানে
প্রেম ধরে রাখতে জানে না।
অনঙ্গ প্রেমের কবিতা লিখে
ভাসাতে জানে না ভালোবাসার তরল স্রোতে।
২২-২-২০১৯