পূর্বাকাশে ঝুলে আছে একাদশীর চাঁদ
ডিম ভর্তি চকচকে ইলিশের মতো পেটে
জোছনা ভর্তি - পরিপূর্ণ পোয়াতি।
জঠর গলে বেরিয়ে আসছে অবিরত
চন্দনের গন্ধ মাখা তরল জোছনা;
স্বচ্ছ জলের বিস্তৃত বিছানায় টুপ করে
ডুব দিয়ে হাঁটছে - হাসছে। সে এক
অদ্ভুত হাসি! কলকলে জল আর রূপালি
জোছনার মিলনে - যেন শিহরণ শীৎকার!


সবুজ বেষ্টনীর সলীল সরিৎ কাছে ডাকে
মোহনীয় মুগ্ধতায়; নিসর্গের সন্তান
হেঁটে চলে জলের তলে; স্রোতস্বিনীর
কল্লোলে কল্লোলে উথলে ওঠে
বিশুদ্ধ যৌবন – মৌ বনে; পাখিদের
পালকে বিচিত্র রঙে সাজে মন; নাচে
স্বপ্নচাষী, সঙ্গীতের সপ্ত সুরমূর্ছনায়!
১৮-১০-২০১৮