ম ম জামান


নদী আর সাগর সঙ্গমে যদি সৃষ্টি হয় কোনো ধারা
সেখানেই হবো দিশেহারা
যেতে তো হবেই, ভয় কী তবে হতে সীমানা ছাড়া?


ভাটার মতাল টানে জীবন এখন শীতের শুকনো নদী
শ্রাবণের ধারায় খরস্রোতা হয় যদি
পলি বুকে বয়ে যাবো অজানার পথে নিরবধি।


সে কবেই নিশ্চিহ্ন হয়ে গেছে স্বপনের উৎসস্থল
বুকে ধরে নবযাপনের জল
মৃয়মাণ রেখার জটিল চিহ্ন ধরেই বইবো অবিরল।


ক্ষয়ে যাওয়া তীরে রেখে যাবো অশত্থের সঞ্জীবনী মূল
বসন্ত বাহারে ফুটবে আবার ফুল
পাখির সঙ্গীতে মুখরিত হবে বাগান শিরিষ বকুল।


বয়ে চলাই তো জীবনের ধর্ম, স্থির পড়ে থাকা কেন তবে
এসেছি যখন সব ছেড়ে যেতে হবে
ভাসাও জীবন জলজ যৌবনের তুমুল আনন্দ উৎসবে।
২৪-৪-২০১৯