ইট পাথরের প্রেম


যেমন সুন্দর নারী তেমন সুন্দর বাড়ি
রূপনগরে উড়ে বেড়ায় কোন রূপসী পরী!
আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখার ছলে
মাটিকে তুই যাসনে যেন ভুলে।
ইট-পাথরের প্রেম যেদিন যাবে চুকে
সেদিন তোকে ফিরতে হবে এই মাটিরই বুকে।
...............................................


হাওয়াই প্রেম


যত্রতত্র প্রেমে পড়া জেনো শুভ নয়
হাওয়ায় ভেসে প্রেমে পড়লে
থাকে ক্ষতির ভয়।


প্রেম যদি যায় ফুরিয়ে জ্বলার আগে বাতি
লাভ কি তবে তার কাছে
প্রেমের হাত পাতি।
২-২-২০১৮