চোখ মুদলেই যে
কাব্য তুমি চোখে ভাসো
হৃদয়ভূমি জুড়ে বসো
ফিসফিসিয়ে কথা বলো
খিলখিলিয়ে হাসো।
ভাবনাকাশে ঊড়াঊড়ি
ঘোরাঘুরি হাজার রঙের
প্রজাপতি পাখনা মেলো
দেখতে তোমায় মেললে নয়ন
হাওয়ায় মিশো, শূন্যে ভাসো।
কেমন তোমার ছলচাতুরী
এই আছো এই নাই
তোমার রূপের ঝলকানিতে
সকাল বিকাল মরি পুড়ি।
যখন-তখন ক্যান যে বাজাও
তরুণ করুণ মন্ত্রবাঁশি।
জানো না কি তোমার বাঁশির
সুর শোনে হই
কী উদাসী! কী উদাসী!
২৭-১২-২০১৮