দখিন দুয়ার খুললো কন্যার আজ
ফাগুন দিনের আগুন লাগলো মনে
মনঘুড়িতে লাগলো সুতার টান
অভিসারে ছুটছে সঙ্গোপনে।


হৃদয়টা তার করলো চুরি যে
তার বিহনে অশ্রুজোয়ার আসে
বাধ মানে না উড়াল পাখি মন
হৃদয় থেকে যারা ভালোবাসে।


ফাগুন বিকেল প্রথম দেখার দিন
দুরুদুরু কাঁপছে কন্যার বুক
ছুড়ুক লোকে বাঁকা কথার বাণ
তবুও তার হাত ছোঁয়াতেই সুখ।


মেঘের খেয়ায় ভাসিয়ে দিলো আজ
উতল হাওয়ায় মন কেমনের ক্ষণ
চুলের খোঁপায় বেঁধে নিলো সেও
স্বপ্নে দেখা সেই যুবকের মন।
০৭-০২-২০২৩