পটপট করে খুলে যাই রাত্রির কপাট
আলোর সন্ধানে
ঘোর অন্ধকার পড়ে থাকে রাত্রির জঙ্ঘায়


দিনের নাভিতে খুঁজে ফিরি কস্তুরি সুবাস
সকালের তলপেটে হাত রেখে খুঁজি ভেজা
সুখ শিশিরের মতোন কোমল
চোখ খুঁজি, ঠোঁট খুঁজি, খুঁজি পনিরের মতো সাদা বুক


এভাবেই খুঁজে যাই রোদের শরীর বেয়ে
দিবসের চারিধার
মগ্ন কুয়াশায় নালা কেটে পার হই
রাতের দরোজা মোহন আলোর ভরসায়


অথচ একটি আঁধার দরোজা পেরোলেই
আচম্বিতে সামনে দাঁড়ায় আরেকটি নিকষ আঁধার
কী অদ্ভুত নিয়তি আমার!
৬-৭-২০১৯