নীরবতার গভীরেও থাকে কর্ণভেদী কলরব;
যেমন থাকে ইউরেনিয়াম অণুর ভেতর বিধ্বংসী বোমা।


আমার এই নীরবতাকে দুর্বলতা ভেবো না।
আমার নীরবতার আড়ালে বিদ্রোহের বিপুল কলরব জমে
তৈরি হয়েছে মারাত্মক পরমাণু বোমা।


যখন ফাটাবো তখন পারবে তো এর তেজস্ক্রিয়তা
সহ্য করে বেঁচে থাকতে...


কেননা, কবির শব্দবোমা কখনও কখনও
নিউক্লিয়ার বোমা থেকেও বেশি শক্তিশালী হয়।
১৫-৩-২০১৮