কবিতা ও সুনন্দিতা দুজনই আমার খুব প্রিয়
ভীষণ আপন আমিও তাদের কাছে। মজা এই -
দুজনের মধ্যে আমাকে নিয়ে খুব টানাটানি
রেষারেষি; বিশেষত - রাতে আর প্রাতে।
কবিতার সোজাসাপ্টা কথা –“আজ রাত
তুমি শুধু আমার; একান্ত আমার।” অন্যদিকে
সুনন্দিতার অভিমানী আব্দার –“শরতের এই
মায়াবী জোছনা রাত থাকবে তোমার হাত
শুধুই আমার হাতে বন্দি; অন্যথায় নয় সন্ধি;
এই আমার শেষ কথা – এর ব্যত্যয়ে আজীবন কাট”
বলেই পাশ ফিরে শুয়ে পড়ে এক বুক অভিমান নিয়ে।


নির্জনতার কবাট খুলে, আহ্লাদি বিড়ালের মতো
করোটির ভিতর প্রবেশ করে প্রেয়সী কবিতা।
চিন্তার কোষে শুরু করে নির্লজ্জ লেহন; অস্থির
অদ্ভুত লেহন - চোখে মুখে বুকে ঠোঁটে হাতে আঙ্গুলে
নখে; সর্বত্র কামার্দ্র লেহন আর শিহরণ শীৎকার!
ওদিকে সুনন্দিতার জঠরে জমে দহনের হাহাকার।
অশরীরী কবিতা হয়ে ধরা দেয় শরীরী সুনন্দিতা
প্রেম সরোবর হতে জল ঢেলে সেচের নালায়
মিটিয়ে দিই তার এক সাহারা তৃষ্ণা। দুজন
পড়ে থাকে দুপাশে- বিবস্ত্র বিবশ; রমনীয় সাজে
একজন সাদা কাগজের মসৃণ পাতায়; অন্যজন -
লেপের আদরে, চাদরে, তোষক, বালিশ, কাঁথায়।
১৫-১০-২০১৮