ম ম জামান


তোমার বুকের মধ্যে যখন জমেছিলো কষ্টের বরফ
তখন পরম মমতায় জরিয়ে ধরেছিলাম আমার বুকে
কাঁপছিলে ভেজা পাখির মতোন থরোথর
আমার বুকেও কেন জানি ওঠেছিলো অনুরাগ ঝড়।
কম্পিত বুকটা পেতে দিতেই জড়িয়ে গেলে বুকে।
উষ্ণতা শুষে শুষে সুস্থ হয়ে আবার ঝাপটালে ডানা।
ওড়তে ভুলে গিয়ে থেকে গেলে আমার বরফভেজা বুকেই।
টুকরো টুকরো কথা আর গানে মুখর করলে
আমার উদ্যান।
আমিও দেখতে লাগলাম স্বপ্ন; সুখ ও শস্যের স্বপ্ন।
এতদিনে তোমার গায়ের খসে পড়া পালক আবার
হয়ে গেছে আগের মতোন, ওড়তেও শিখে গেছো ভালো।
ফুরুতফারুত ওড়াল দিয়ে এখানে ওখানে বসো।
আমি মনে করি খেলা; বিহঙ্গের ওড়াল ওড়াল খেলা।
শান্তি ও স্বাধীনতার আনন্দ প্রকাশের অয়োময় খেলা।
বিশ্বাস ও ভালোবাসার হৃদয় হরণ লুকোচুরি খেলা।


খেলতে খেলতে দক্ষ ওড়ালপক্ষী যখন হলে তখন এমন
দিলে এক ওড়াল, দৃষ্টির আড়াল দুচোখে মেখে ঘোর অন্ধকার
সেই যে গেলে ফিরে এলে না আমার বুকে আর
জমে রইলো বুকে আমার তোমার ফেলে যাওয়া কষ্টের বরফপাহাড়।
১৮-৪-২০১৯