প্রিয় কিছু ক্ষণ
হরিদাভ পত্রের মতোন ঝরে যায় রোজ
অকারণ অভিমান, ভুল বোঝাবুঝি
আগুন ঝরানো কথা, কথা কাটাকাটি
কতটুকু পোড়ে, কতটুকু ভাঙে হৃদয় নগর
কে কার ভেতরে রাখে তার খোঁজ!
তবু এই চোখ, খোঁজে সেই
সুহিল সলিলা সরোবর চোখ
যেই চোখ দেখার অভাবে অনুভবে
লেগে থাকে মন কেমনের অজানা অসুখ!
এখন এখানে অনেক উত্তাপ, ভাঙন কেবল-
ভাঙন এবং ক্ষয়। বোঝে না সে অবুঝ হৃদয়
শব্দের মতোন কষ্টেরও এখানে তুমুল-
প্রতিধ্বনি হয়!
০৪-০৩-২০২২