ঘাম আর অশ্রুর তফাত যে বোঝে না
রক্ত আর বিরক্তের রঙ যে চেনে না
অনুকম্পা জমা থাকে যে বর্ণান্ধের
এক চোখে, বর্ণবাদ বিরোধী তকমা
তাকে কি মানায়?


মেধাবী হওয়া গুণের তবে একুশ বছর
বয়সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াতে যে
দোষ খুঁজে পায় অথচ শিবের লিঙ্গে
দুধ ঢেলে দেয়া যার কাছে পরম পুণ্য
এবং পুলকের, তাকে কি অসাম্প্রদায়িক
তকমা শোভা পায়?


সর্বধর্মে শ্রদ্ধা কিংবা কোন ধর্মকেই
কটাক্ষ না করাই অসাম্প্রদায়িক
চেতনার সংজ্ঞা বলে যারা সেকুলার
পরিচয়ে পরিচিত হয়; আজকাল তাদের
কথা শুনে জমিনে মিশে থাকা আগামীর
আঁকাবাঁকা পথকেও কেন জানি এখন
সাপ মনে হয়!


তবুও মননে মন্দ্রিত আবেগী মুদ্রায়
আশা জমা রাখি শরতের মেঘে
অশক্ত হাতে চেপে রাখি তরীর ফুটো
বাঁচার তাগিদে অমল বিশ্বাসে...


শবযাত্রার ক্রান্তিকাল পেরিয়ে শ্রান্তির
শোভাযাত্রায় শরিক হতে পারবো কি
কোনোদিন...
১৩-১০-২০১৯