মা...
এতো আগে কেন গেলে মরে?
মা...
এতো আগে কেন গেলে মরে?
এখন আমি ক্যামনে থাকি একা শূন্য  ঘরে?
মা...
এতো আগে কেন গেলে মরে?


বুকের জ্বালায় জেগে মাগো রাত্রি হলে ভোর
কেউ জিগায় না ওরে বাছা কী হয়েছে তোর?
তোমার মতো আদর কেহ দেয় না আঁচল ভরে
মাগো দেয় না আঁচল ভরে।
মা...
এতো আগে কেন গেলে মরে?


কত কষ্ট সয়ে মাগো এনেছো এই ভবে
দেখতে স্বপ্ন ছেলে তোমার মস্ত বড় হবে।


বড় ঠিকই হয়েছি মা
হয়নি ভাগ্য চরণ সেবা
তোমার কথা পড়লে মনে অশ্রু শুধু ঝরে
মাগো অশ্রু শুধু ঝরে।
মা...
এতো আগে কেন গেলে মরে?
মা...
এতো আগে কেন গেলে মরে?
১৮-০৩-২০২২