হেমন্তের মাঠে মাঠে ফসলের আলপনা
চিলের ডানায় চিকচিক করে ওড়ে সোনাময় রোদ
ফুলের পাপড়ি দুলে দুলে বাতাসে বাজায় মিহিন সরোদ...


মাধবীর কোমর জড়ায়ে ধুন্দল লতা বেয়ে ওঠে ব্যাকুল বিছার মতো
ঘ্রাণে ধ্যানে পিপড়া ভ্রমর বিহঙ্গ মধুপ আসে কতশত...


মৃত্তিকার টানে কামুক প্রেমিক আকর্ষণে
কানে কানে কথা বলে ঘাসফুল
সুনন্দিতার শরীরী প্রেমে জল জোছনা অনিন্দ্য
ফুলের সৌরভে ঘুঘু ডাকা জীবনের স্বাপ্নিক সন্ধানে
স্থবিরতা ঝেড়ে ফেলে মন হয় অস্থির আকুল...


সুনন্দিতা- আমার প্রাণের সুনন্দিতা
তোমাকে না পেয়ে দুচোখে দিনের
আলোয় যখন নেমে আসে প্রদোষের রাত,
হতাশার হিমালয় ঢেকে দেয় নন্দিত নগরে নীলাকাশ
ঠিক তখনই অথই অনলে ডোবা অনন্ত অস্থির
জ্বালাময় বুক থেকে বের হয়ে আসে একশঙ্খ দীর্ঘশ্বাস...


অন্ধ আবেগের অবিমিশ্র তাড়নায় বিমগ্ন প্রহর
পড়ে থাকে নিষ্প্রাণ মানবিক মায়াকাতরতায়...
৮-১১-২০১৯