চেতনার আকাশে বিকট শব্দে বিস্ফোরিত হলো
কল্পনার খেয়াযান;
লোভ ছিলো এতে চড়ে স্বর্গে ওঠার-অলীক আশা
মুহূর্তেই ভেঙে খানখান।


চুমুকে চুমুকে আশা পান করে বসে থাকা নভোচারী
বিহঙ্গডনায় ভর করে চাঁদে খোঁজে অনন্ত আশ্রয়;
খোঁজে সান্ত্বনা। বুকের বাসনা মেঘের বিছানায় থাকে
পড়ে নিরুত্তাপ।


যাদের নিমিত্তে এতকাল বুকের জমিনে করেছে
গোলাপের চাষ বারোমাস, তারা বুঁদ হয়ে আছে
শুঁকে ফুলের সুমিষ্ট ঘ্রাণ
তারা ভুলে যায় কী অবলীলায় দুর্গত নভোচারী
উদ্ধারে পাঠাতে মানবিক মায়াযান!
১৭-০১-২০২০