পৌষের শেষে রুক্ষ বেশে এলো মাঘের শীত
শিয়াল মামার কন্ঠে বাজে বিরহের সংগীত!
বস্ত্রবিহীন কাঁপে শিশু কনকনে এই শীতে
সারমেয় বুক পেতে দেয় খানিকটা ওম দিতে।
শীতের সকাল দুধকুয়াশায় যায় না দেখা দূরে
সরষে ক্ষেতে পল্লীবালার হলুদ শাড়ি ওড়ে!
ঘাসের ডগায় শিশিরকণা মুক্তো হয়ে ঝুলে
রৌদ্র পোহায় মটরশুঁটি লাজের বসন খুলে।
মানুষ পশু প্রকৃতিতে এই যে শীতের ছাপ
কিছু লোকের স্বার্থপনা বাড়ায় মনস্তাপ!
মানুষ যদি হতো মানুষ জাগতো বিবেক তার
হাড়কাঁপুনে শীতেও কেহ হতো না জেরবার।
খেজুর রসের পিঠা পুলি নানান ফুলের বাসে
সুখের কিরণ ভীর জমাতো জীবনের চারপাশে।
স্বার্থ ভুলে এসো ভাবি একটু পরের হিত
সবাই মিলে যাপন করি ঐশ্বর্যময় শীত।
১৪-০১-২০২১