যার ভিতরে মনুষ্যত্ব আছে আমি সেই
মানুষ খুঁজি। কেমন করে কোনখানে
পাবো তার ঠিকানা; যেখানে
মুখোশধারী মানুষের ভীড়
অনবরত করে
প্রবঞ্চনা।
নিজের
ভিতরেই খুঁজি।
মনুষ্যত্বের মসৃণ আয়না
চোখ পাকিয়ে দেখাতে থাকে
ভিতরের আবর্জনা। নিজেকে দেখে করি
আর্তনাদ; হায়! এটিও ভুল মানুষেরই ঠিকানা।
১৭-৪-২০১৮