মেদিবিল
বাড়ির পিছনে
থালার মতো জলাশয়।
কাকচক্ষু স্বচ্ছ জলে ভাসমান
সিংরাপাতার সবুজ বিছানায় সোনাব্যাঙ তার
সঙ্গমনিরত সঙ্গীনীর পিঠে পেতে নেয় সুখশয্যা।


সবুজ
হোগলার ঝোপ
মাছরাঙার গায়ে মাখে
সোনালী ফুলের সৌখিন পরাগ।
স্বপ্নবিভোর চোখে সহস্র মাইল ঊড়ে
হোগলার ঝোপে সানন্দে পাতে বালিহাঁসের ঘরসংসার।


পানকৌড়ি
জলের অতলে
মাছেদের সাথে খেলে
অন্তহীন ডুবসাঁতার, শিকারের নেশায়।
সুকৌশলে ধরে আনে জীবন্ত আহার
তীক্ষ্ণ ঠোঁটে তড়পায় রূপালী পুঁটির প্রাণ।


কৃষকের
অনাগত দিনের
স্বপ্নগুলো পুঁতে রাখে
মেদিবিলের কোমল পলির নিচে।
সোনালী ফসলে কখনও ভরে গোলা
কখনও স্বপ্নগুলো ভেসে যায় পাহাড়ি ঢলে।
২-৩-২০১৮