চিন্তার মিছিল নিউরনের পথে হেঁটে চলে
মগজ হতে পায়ের অঙ্গুলি পর্যন্ত।
অন্যায্য দাবীতে করে অস্থির
কোলাহল। আমি চেয়ে
থাকি নির্বিকার
নিথর।
যেন
এক যন্ত্রমানব।
দিনরাত খেটেও কারো
মুখমণ্ডলে ফোটাতে পারি না
তৃপ্তির হাসি। নিজেও ভুলে গেছি
হাসতে। হাসলেও, সেটা “সুফিয়া”র মতই মেকি।
১৭-৪-২০১৮