আশাদিন আসে না
৩৩
শীত আসে
আশেপাশে
ঘাসে বাসে
ঝরাপাতা মরা খামে
কোথা হতে
হিমবুড়ি
চুপিসারে
হামাগুড়ি দিয়ে নামে!


কুয়াশার
ফাঁকে ফাঁকে
চেয়ে থাকে
সোনামুখী দিবাকর
ভোরবেলা
করে খেলা
শিশিরের
বুকে বসে প্রভাকর!


তিরতির
কাঁপে পাতা
শিরশির
বাতাসের দোলা লেগে
কাঁথাহীন
শিশুটির
গুটিশুটি
দেহখানা থাকে জেগে!


সকালের
রোদ এলে
ডানা মেলে
ওম নেবে রোদে বসে
ভুলে দুখ
শীত সুখ
ভরে নেবে
করোটির কোষে কোষে!


এতটুকু
আশা তার
পুড়ে যায়
নিয়তির মহারোষে
মেঠোপথে
ফুটপাতে
মায়েদের
বুকে তারা বুক ঘষে!


পাঁজরের
হাড় জ্বেলে
কোলে তুলে
উষ্ণতার দেয় সুখ
অনুদার
বড়লোক
হাসে দেখে
মায়েদের খোলা বুক!


শীত আসে
শীত যায়
যায় না তো
বিলাসিতা ক্ষমতার
ভোর আসে
রোদ আসে
আসে নাকো
আশাদিন সমতার!
২৫-০৯-২০২০