“রক্ত যখন দিয়েছি, আরো দেবো...”
সেই দুঃসাহসী প্রতিশ্রুতি পূরণ করলে
৭৫’র ১৫ আগস্ট বুলেট ঝাঝরা বুকের
শেষ রক্তবিন্দু ঢেলে দিয়ে।


তুমি রক্ত দিয়ে বাঙালিকে শিখিয়েছো
কেমন করে দেশকে ভালোবাসতে হয়
আর তাই আজো অন্যায়ের প্রতিবাদে
রাজপথ রক্তে লাল হয়।


তোমার গর্জন আজো থেমে যায়নি
বন্ধ হয়ে যায়নি সেই রক্ত প্রবাহের ধারা।
৩২ নম্বরের সেই বাড়িটির সামনে দাঁড়ালে
এখনও পাই তোমার রক্তের ঘ্রাণ।


বই খাতা আসবাব বিছানা দেয়ালে দেয়ালে
বুলেটের ক্ষত মনে করিয়ে দেয়, তুমি ছিলে
তুমি আছ। তোমার দেয়া পতাকা আজো
বাতাসে উড়ে।


ফুল ও ফসলের আল্পনা আঁকা বাংলার বুকে
ভাসে তোমার ছবি; রক্তরবি প্রতিদিন ভোরে
জাগায় স্বপ্ন সোনার বাংলা।


তোমাকে হারানোর শোক - আজো
ভুলতে পারেনি বাংলার সৌরলোক।
আজো ফুলে ফুলে সজ্জিত হয় তোমার
প্রতিকৃতি বিনম্র শ্রদ্ধায়।


তোমার রক্তে যে নাম লেখা বুকের মাঝে
সকাল-সাঁঝে একটি নাম “বাংলাদেশ” চির সজিব
মরেও তুমি হলে অমর, মৃত্যুঞ্জয়ী শেখ মুজিব।
১৪-৮-২০১৮