একটা ছেলে বেলছে রুটি ময়দা মেখে সিদ্ধ
পায়না খেতে নিজে
চুলার তাপে ভিজে
বোনটিও যে ক্ষুধার বাণে হচ্ছে চরম বিদ্ধ!


একটি ছেলে টানছে বোঝা মাথায় করে নিত্য
উঠছে সিঁড়ি বেয়ে
ঘামে যাচ্ছে নেয়ে
হোঁচট খেলেই জীবন যাবে কাঁপে বোনের চিত্ত!


একটা ছেলে গার্বেজ কুড়ায় চেষ্টা যথাসাধ্য
বিক্রি হলে পরে
আসবে ফিরে ঘরে
বোনটি পিটায় শূন্য থালা বাজায় ক্ষুধার বাদ্য!


একটা ছেলে ভাঙছে পাথর হাতে পড়ে ফোসকা
ঝরছে বারি চোখে
দেখতে না পায় লোকে
বোনটি পাশেই গুটিয়ে রাখে ময়লা কাঁথা বোচকা!


একটা ছেলে পথশিশু নেয় না কেহ খোঁজ
রোদ-বৃষ্টিতে ভিজে
খায় না একা নিজে
কমতি হলে বোনকে খাওয়ায় উনপেটে রয় রোজ!


একটা ছেলে দারুণ সাহসী মিছিলের আগে
বোনের মনে ভয়
যদি কিছু হয়
স্বৈরাচারের বুলেট এসে তার বুকেতে লাগে!


বোনকে নিয়ে এই ছেলেদের ভাবনা অবিরল
আগলে রাখে বুকে
স্বপ্ন ভাসে চোখে
ফিরবে সুদিন দেখবে না আর বোনের চোখে জল!


এই ছেলেদের স্বপ্ন চোখে করবে ক্ষুধা জয়
থাকবে না কেউ অনাহারে
থাকবে শান্তি সবার দ্বারে
স্বাধীনতার জন্য জীবন দিলো যে নির্ভয়!


এই ছেলেরা মরেও অমর বোনদের চোখে জল
দ্রোহের আগুন চোখে
জাগে লক্ষ লোকে
মুক্তির লক্ষ্যে রক্ত তাদের যায়নি তো নিষ্ফল!


মুক্তিমানব শেখ মুজিবুর এই ছেলেদের নেতা
গর্জে ওঠেন শেখ মুজিবুর
পেরিয়ে আঁধার তপ্ত দুপুর
নয়টি মাসের যুদ্ধ শেষে আনলেন স্বাধীনতা!
১৯-৯-২০১৯