সেদিন একটি গোলাপ দেখে আশ্চর্য  হয়ে
বলেছিলে-কী অপূর্ব!
আমি গোলাপের শরীরে মৌমাছি দেখে
আক্ষেপ করে বলেছিলাম-
পৃথিবীর সব ফুলের মধুই মৌমাছির জন্য!


অবশেষে গোলাপটি তোমার খোঁপায় ওঠে গেলো
আমার হাতের মুঠোয় পড়ে রইলো
অজস্র আক্ষেপ!
হতে পারলাম- না গোলাপ; না মৌমাছি!
১৩-০১-২০২১