শিথানে পৈথানে জমে থাকে অযুত নিযুত বিবর্ণ বসন্ত সুখ
সেদিকে ভ্রুক্ষেপ করার নেই তো সময় কারোর!


চেতনায় হেঁটে যায় নীতিবিরুদ্ধ সংলাপ
নিউরনে স্পন্দিত হয় রাশি রাশি পাপ!


ক্ষয়ে যেতে থাকে ভরা পূর্ণিমার চাঁদ
ভালো কিছুই পারে না ধরে রাখতে অক্ষম দুটি হাত!


অস্তিত্বের অন্ধকারে পায়ের নিকট নেমে আসে পাপবিদ্ধ পথ
সনাতন স্বর্গের উদ্যানে পড়ে থাকে মুমূর্ষু সকাল!


প্রতিমুহূর্তে চোখের পাতা ঘিরে আবর্তিত হয়
কৃষ্ণপক্ষের অতল অন্ধকার
পাপের প্রবল স্রোতে ভেসে যেতে যেতে হঠাৎই
আটকে যাই ক্লেদ কলঙ্কের গেরাকলে!


ভুলে যাই ভালোবাসার নিবিড় উদ্যানের কথা
ভুলে যাই নিবিড় ভালোবাসার মানুষের উষ্ণ চুম্বনের কথা!


আকাশ দেখার ব্যাকুলতা নিয়ে বাইরে তাকাই
কোথায় আকাশ, কোথায় দৃষ্টি ঝলসানো হিরন্ময় দ্যুতি!


চোখ থেকে ফের সরে যায় ধবল জোছনা
নাভির নিকট নান্দনিক সরোবরে ডুবে যাই আপাদমস্তক!
২১-৮-২০১৯