হারিকেন দিয়ে খুঁজি হারানো বিবেক
মনুষ্যত্ব খুঁজি মৃত মানুষের পঁচে যাওয়া হৃদয়ে
জন্মান্ধের চোখে খুঁজি পথ-যে নিলয়ে নিশি
দুর্নীতিবাজ ধর্ষক ধর্মান্ধ যখন প্রতিবেশি...


দেখেও করতে হয় না দেখার ভান- ঐক্যতান
অসুরের কণ্ঠে; বিচ্ছিন্ন সুশীল। প্রাণের স্পন্দন বড় ভালোবাসি
মৃত্যুর খোড়লে নিয়েছি আশ্রয় বাঁচার তাগিদে
দলকানা জলকানা ধর্মান্ধের নিলয়ে যে ঘোর নিশি...


অমাবস্যার নিকট যাচি পূর্ণিমার চাঁদ
মেঘলা আকাশে খুঁজি হেমন্তের মিঠে রোদ
জলের সরোদ বাজাই বেতাল বেহুলা সময়ে বসি
নিসর্গের পাটাতনে ঢাকা শশী-হৃদয় নিলয়ে নিশি...


গোলাপের নাভিতে অশুভ কীট কিলবিল সারাক্ষণ
তবুও পাপিষ্ঠ ঠোঁটের চুম্বনে তুলি শিহরণ ঝড়
আঁচলের নিচে খুঁজি তন্দ্রাচ্ছন্ন উম দিবানিশি
খুঁজি না ভালোমন্দের ব্যবধান-পথ পড়ে থাকে পথে
সুপথে পড়ে না পা কেননা, নিলয়ে নেমেছে অন্ধকার নিশি...
২২-১০-২০১৯