নির্বাসিত এ নিবাসে
ফেলেছি নোঙগর
যাযাবর জীবনের।
বুক জুড়ে শোনি শুধু
নৈরাশ্যের
নির্দয় নিঃশব্দ
কোলাহল।
বক্ষ গহবরে
চেপে রাখি
বিষাক্ত নিঃশ্বাস
যেন পৃথিবীর
আলো হাওয়ায়
না পড়ে বিরূপ
প্রভাব আমার।
নিঃসঙ্গতার নির্মম
শুঁয়ো পোকা
নির্জনে নিশ্চুপে
কেটে চলে বোধের মুকুল।
কেন-ইবা নির্বাসিত
হলাম, আবার
কেন-ইবা যেতে হবে ফিরে
একই ঠিকানায়!
যেতেই যদি হবে
তবে দেরি কেন আর?
হে মৃত্যুদূত!
ঝাপটে ধরো চরম সজোরে
ভেঙে দাও ষাষ্ঠাঙ্গের
সকল ঔদ্ধত্য অহঙ্কার।
(২৩-১-২০১৯)