নির্মমতার স্মারক স্লোগানমুখর মে দিবস আসে
শ্রমিক বৃষ্টিতে ভিজে, রৌদ্রে পোড়ে
পাঁচতারা হোটেলে মালিকেরা চিয়ার্স চিয়ার্স বলে
প্রাপ্তির ঢেকুর তুলে অট্টহাসি হাসে
শ্রমিকের ন্যায্য মজুরির দাবী কর্পুরের মতো
হাওয়ায় ভাসে।


অভাবের আগাছায় পড়ে না নিরানি
পকেটে প্রভুর প্রতিশ্রুতির পাহাড় জমে
ঘাম শুকানো জামায় লবনের দাগ ছাড়া কিছুই থাকে না
মে দিবসের প্রাপ্তি- বিড়িতে ভাগাভাগির সুখটান
আর তরতাজা তাচ্ছিল্যের এক প্যাকেট বিরানি।


ইটগুলো রক্ত-ঘামে ভিজে প্রভুদের প্রাসাদের
কাস্তে, কোদাল, শাবল, হাতুড়ি আর
সেলাইয়ের সুতোয় ছেঁড়া ভাগ্যে পড়ে না সেলাই
মুষ্টিবদ্ধ হাত আর কপালের লালসালু
ফিরায় না কোনোদিন কপাল তাদের।
০১-০৫-২০২৩