চশমার আড়ালে কাজল চোখ
দৃষ্টির গভীরতা আটকে যায়
স্বচ্ছ কাঁচের দেয়ালে।


নীল আঁচলের নীচে লুকানো প্রেম
বুকের জমিনে চাষ করে কুসুম কুসুম
ভালোবাসা।


হেমন্ত পার হয়ে এসে ঘিরে ধরে
জীর্ণ শীর্ণ শীতের শুভ্র কুয়াশা
ঝাপসা চোখে।


চাতকের মতো জল চেয়ে চেয়ে
জোটে না এক ফোটা তৃষ্ণার জল
ব্যকুল হৃদয় কাঁদে।


চশমার নীচে গড়িয়ে পড়ে বিন্দু জল
শিশিরের শব্দে ঘুম ভাঙে আঁধারে
অদ্ভুত এক বেদনায়।


রাতের ঘুম কেড়ে নিয়ে এক ছায়ামানব
পায়ে ঠেলে ডাহুকি ভালোবাসা
অবলীলায় চলে যায়।


বেদনায় লাল চোখ চশমায় ঢেকে রেখে
সে অবহেলার বেদনা সইতে পারলেও
আর যে বইতে পারি না...
৯-১-২০১৮


[মান্যবর অতিরিক্ত সচিব ফরিদা পারভীন মনা স্যারকে উৎসর্গিত]