জল থইথই চোখের ভেতর জলের রেখায় আঁকা;
অজস্র দাগ ব্যথার ক্ষত যায় না ঢেকে রাখা।


বুকটা এখন ব্যথার শহর স্মৃতির গাড়ি ছুটে;
নেই তো কারো সময় এখন আদর মাখে ঠোঁটে।


লোডশেডিংয়ে সবাই নাকাল আঁধার শহর গ্রাম;
সবাই মৃত কে মুছে দেয় কার কপালের ঘাম।


ডলার এখন পাগলা ঘোড়া ছুটছে নিরন্তর;
তাপ বেড়েছে বাজার জুড়ে রিজার্ভেরও জ্বর।


আকাশ জুড়ে অমাবস্যা কোথায় পাবো চাঁদ;
সুকান্ত নেই কে মিটাবে পোড়া রুটির স্বাদ?


সবার মুখে ভয়ের নেকাব বলতে চায় না কথা;
বর্ণমালার বুক চিরে তাই ঝরছে বিষণ্ণতা।


কাব্য হতে চায় না তারা, চায় না হতে গান;
চেষ্টা করছি অক্ষরগুলোর ভাংতে অভিমান।
০৪-০৮-২০২২