মায়া হরিণীর মতো ডাগর ডাগর চোখ তোমার; অথচ
কী যে সর্বনাশা চাহনি ও চোখে!


অমন কাজল আঁকা বাঁকা চোখে তাকালেই মস্তিষ্কের
নিউরনে জাগে আচানক শিহরণ; ভাংচুর কম্পন; যখন তখন!


কুয়াশা চাদর ভেদ করে ভেসে ওঠা সূর্যের মতোন শরীর তোমার
সে শরীরে শরীর বিছিয়ে সানবাথ ওম নিতে মনে জাগে
শিঞ্জন আবেগী আকর্ষণ!


ওম।
আহা! কী যে প্রশান্তির ওম।
বিহঙ্গের পালকের মতো পেলব কোমল সে ওম আমার বড্ড প্রিয়।
যে ওম না পেলে আমার আসে না তো ঘুম।
২৯-৮-২০১৯